Shaheed Ayub and Musa Memorial Degree College | Donner & Associate Profile | Please Wait.....

Shaheed Ayub and Musa Memorial Degree College-Md. Daud Ali (Retd. Chief of Planning, Mongla Port Authority)

Md. Daud Ali (Retd. Chief of Planning, Mongla Port Authority)
- Donner & Associate

মোঃ দাউদ আলী-এর সংক্ষিপ্ত জীবন ইতিহাস

 
জন্মঃ মোঃ দাউদ আলীর জন্ম ১৯৫৪ সালের ৩১ মে খুলনা জেলার পাইকগাছা থানাধীন গড়ইখালী গ্রামে। তার পিতার নাম আলহাজ্ব মোঃ শহর আলী গাজী ও মাতার নাম অভিরুন্নেছা। মোঃ দাউদ আলী ১৯৮২ সালের ২৯শে জুলাই বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তার স্ত্রীর নাম শাহীন আক্তার। তার দুই সন্তান- এক মেয়ে ও এক ছেলে। বড় মেয়ের নাম ফাহমিদা রহমান। সে MIST থেকে সিভিল-এ বিএসসি ইঞ্জিনিয়ারিং করেছে এবং ছেলে গাজী মোঃ সামির শাকির RUET থেকে EEE-এ বিএসসি ইঞ্জিনিয়ারিং করে ঢাকাতে ফিনল্যান্ডের কোম্পানী নোকিয়াতে কোর ইঞ্জিনিয়ার হিসাবে কর্মরত আছে। জামাই লেঃ কমান্ডার আনিসুর রহমান বাংলাদেশ নৌ-বাহিনীতে কর্মরত আছে।


পারিবারিক বর্ণনাঃ ১০ ভাই ০১ বোনের মধ্যে মোঃ দাউদ আলী অষ্টম। তার পিতা ছিলেন গড়ইখালী ইউনিয়ন পরিষদের স্বনামধন্য চেয়ারম্যান ও খুলনা জেলা পরিষদের সদস্য। তার ভাই বোনদের মধ্যে রহমতউল্ল্যা দাদু ছিলেন সবার বড়। দ্বিতীয় ছিলেন বোন রহিমা খাতুন। বোনের বিবাহ হয়েছে তালা থানাধীন মাছিয়াড়া গ্রামে। ভগ্নিপতি মোঃ ওয়াজেদ আলী সরদার ছিলেন কপিলমুনি স্কুলের সহকারী প্রধান শিক্ষক। অন্য ভাইয়েরা হলেন মোঃ ইউনুছ আলী গাজী, আয়ুব আলী গাজী, মোঃ আজিজুর রহমান, গাজী মোঃ মূসা, মোঃ ইছা গাজী, গাজী দোস্ত মোহাম্মদ, এ্যাডভোকেট হারুন অর রশীদ ও মোঃ নুরুল ইসলাম। ভাইদের মধ্যে চার ভাই মহান স্বাধীনতা যুদ্ধে অংশ গ্রহণ করেন। দুই ভাই মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ হন।
 
শিক্ষাঃ মোঃ দাউদ আলী দেয়াড়া ফ্রী-প্রাইমারী স্কুল থেকে পড়াশোনা শেষ করে ১৯৬৫ সালে খুলনা জেলা স্কুলে ৬ষ্ঠ শ্রেণীতে ভর্তি হন। ১৯৬৯ সালে খুলনা জেলা স্কুল থেকে এস.এস.সি পাশ করে ১৯৭০ সালে খুলনা এম.এম. সিটি কলেজে ভর্তি হন। সেখান থেকে ১৯৭২ সালে এইচ.এস.সি পাশ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরিসংখ্যান বিষয় নিয়ে পড়াশুনা করে ১৯৭৫ সালে বি.এ (অনার্স) এবং ১৯৭৬ সালে এম.এ. পাশ করেন।
 
কর্মময় জীবনঃ মোঃ দাউদ আলী ১৯৭৯ সালের সেপ্টেম্বর থেকে ২০-০৯-১৯৮০ তারিখ পর্যন্ত ঢাকাস্থ রিসোর্সেস ডেভেলপমেন্ট কনসালটেন্স লিমিটেড-এ ফিল্ড অফিসার হিসাবে কর্মরত ছিলেন। অতপর তিনি ২৭-০৯-১৯৮০ তারিখে চালনা পোর্ট অথরিটিতে পরিসংখ্যান কর্মকর্তা হিসাবে যোগদান করেন। তিনি ১৯৮৫ সালে সহকারী পরিকল্পনা প্রধান, ১৯৯০ সালে উপ-পরিকল্পনা প্রধান এবং ২২-০৮-২০০২ তারিখে মংলা বন্দর কর্তৃপক্ষে পরিকল্পনা প্রধান হিসাবে পদোন্নতি প্রাপ্ত হন। তিনি বন্দর কর্তৃপক্ষের পরিকল্পনা প্রধানের দায়িত্ব ছাড়াও অতিরিক্ত দায়িত্ব হিসাবে দীর্ঘদিন প্রধান অর্থ ও হিসাব রক্ষণ কর্মকর্তা, প্রধান নিরীক্ষা কর্মকর্তার দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি মোংলা বন্দর কর্তৃপক্ষের সহযোগী প্রতিষ্ঠান মোংলা ডক ওয়ার্কার্স ম্যানেজমেন্ট বোর্ডের নির্বাহী প্রধান ভাইস চেয়্যারম্যান হিসাবে ৩ বছর দায়িত্ব পালন করেন। তিনি সততা, নিষ্ঠা ও সুনামের সহিত দায়িত্ব পালন করে ২০১২ সালের ৩০শে মে অবসর গ্রহণ করেন।
 
প্রশিক্ষণঃ তিনি চাকুরী জীবনে দেশে ও বিদেশে বিভিন্ন প্রশিক্ষণ, সেমিনার ও ওয়ার্কশপ-এ অংশ গ্রহণ করেন। যার সংক্ষিপ্ত বিবরণ নিন্মে উল্লেখ করা হলোঃ
  • ·Economic Development Institute of the World Bank-এর আর্থিক সহায়তায় Bangladesh Institute of Development Studies কর্তৃক আয়োজিত ২৩শে ফেব্রুয়ারী ১৯৮১ থেকে ৪ এপ্রিল ১৯৮১ পর্যন্ত ঢাকা ও বার্মার তৎকালীন রাজধানী রেংগুন-এ ওয়ার্কশপ-এ অংশ্রগ্রহণ করেন।
  • ·ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট সেন্টার ঢাকাতে ১৯-০৮-১৯৮৪ থেকে ৩০-০৮-১৯৮৪ পর্যন্ত উন্নয়ন প্রকল্প প্রণয়নের উপর প্রশিক্ষণ গ্রহণ করেন।
  • ঢাকাস্থ Academy For Planning and Development কর্তৃক ০৪-০৩-১৯৮৬ থেকে ১৩-০৩-১৯৮৬ তাং পর্যন্ত উন্নয়ন প্রকল্প প্রণয়নের উপর প্রশিক্ষণ গ্রহণ করেন।
  • ·ঢাকাস্থ Management Development Center কর্তৃক ১৯-০৮-১৯৯০ থেকে ৩০-০৮-১৯৯০ ইং তারিখ পর্যন্ত Financial Management for Senior Non-Financial Executive কোর্সে অংশ গ্রহণ করেন।
  • ·ফিনল্যান্ড সরকারের আর্থিক সহায়তায় ১৬-০৪-১৯৯০ হতে ১৫-০৫-১৯৯০ তারিখ পর্যন্ত ফিনল্যান্ড, সুইডেন, বেলজিয়াম ও ইংল্যান্ডের হেলসিনকি, টুর্কু, এ্যান্ট্রপ, লন্ডন ও লিভারপুল পোর্ট পরিদর্শন ও Container Terminal Management Course, Container Terminal Operation ইত্যাদির উপর প্রশিক্ষণ গ্রহন করেন।
  • IMO ও ESCAP কর্তৃক আয়োজিত Facilitation of International Maritime Traffic-এর উপর বিগত ০৮-০৭-১৯৯৬ থেকে ১১-০৭-১৯৯৬ তারিখ পর্যন্ত Seminar-এ অংশ গ্রহণ করেন।
  • ·বিগত ২০-১০-১৯৯৪ থেকে ২৮-১০-১৯৯৪ তারিখে শ্রীলংকার কলম্বোতে অনুষ্ঠিত Workshop-এ অংশ গ্রহণ করেন।
  • ·বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তায় ও আয়েজনে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় ০৫-১০-১৯৯১ হতে ১০-১০-১৯৯১ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত সেমিনার/ওয়ার্কসপ-এ অংশ গ্রহণ করেন।
  • ·ADB-এর আর্থিক সহায়তায় ফিলিপাইনের ম্যানিলায় ২৩-০৪-২০০১ হতে ২৭-০৪-২০০১ তারিখ পর্যন্ত মোংলা বন্দর কর্তৃপক্ষের প্রকল্পের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন।
·        এ ছাড়া তিনি সিংগাপুর, থাইল্যান্ড ও ভারতে বিভিন্ন সময়ে ভ্রমন করেছেন।
 
কলেজে অবদানঃ পিতা মরহুম আলহাজ্ব মোঃ শহর আলী গাজীর উদ্যোগে এবং পুত্র গাজী মোঃ রহমতউল্ল্যা দাদুর অনুপ্রেরণা ও আর্থিক সহযোগীতায় শহীদ আয়ুব ও মূসা মেমোরিয়াল ডিগ্রী কলেজ প্রতিষ্ঠিত হয়। কলেজ প্রতিষ্ঠা ও সার্বিক উন্নয়নের জন্য মোঃ দাউদ আলী কলেজ সংলগ্ন তার নিজ জমি থেকে ০৪-০৫-১৯৮৬ তারিখে ০.৬৮ একর এবং ২৬-১২-২০০১ তারিখে ০.৯৯ একর সর্বমোট ১.৬৭ একর জমি কলেজে দান করেন যার বর্তমান বাজার মূল্য প্রায় ২০ লক্ষ টাকা। এছাড়া কলেজের প্রশাসন, আর্থিক ব্যবস্থাপনা ও সার্বিক উন্নয়নের কাজ দেখাশুনা করে আসছেন। এছাড়া তিনি ১৬-০৯-২০২২ তারিখ থেকে কলেজের গর্ভর্নিং বডির সভাপতির দায়িত্ব পালন করছেন।

সখ ও খেলাধুলাঃ মোঃ দাউদ আলী ক্রিকেট ব্যাডমিন্টন, টেবিল টেনিস ও ক্যারাম বোর্ড খেলায় খুব পারদর্শী ছিলেন। এ সকল খেলায় তিনি বিশ্ববিদ্যালয়, পোর্ট ক্লাব থেকে বহু পুরস্কার পেয়েছেন। তিনি মোংলা বন্দর ফুটবল টিমের সাধারণ সম্পাদক ও সভাপতি ছিলেন। এছাড়া তিনি খুলনা ক্লাবের একজন নিয়মিত সদস্য।
 
সামাজিক কর্মকান্ডঃ তিনি ২০১৫ সালে তার পরিবার সহ হজ্বব্রত পালন করেন। বর্তমানে তিনি শহীদ আয়ুব ও মূসা মেমোরিয়াল কলেজ মসজিদের সভাপতি, তালিমুল মিল্লাত রহমাতিয়া জামে মসজিদ, সোনাডাঙ্গা, খুলনার ম্যানেজিং কমিটির সদস্য, এছাড়া তিনি সোনাডাঙ্গা আ/এ (১ম ফেজ) কল্যাণ সমিতির সহ-সভাপতি। তিনি সব সময় বিভিন্ন সামাজিক কর্মকান্ডে লিপ্ত থাকেন এবং অবসর সময়ে বই পড়ে ও পারিবারিক কাজে ব্যস্ত থাকেন।
 

Address

PO-Garaikhali, PS & Upozila- Paikgachha, Dist-Khulna

Phone

Office : +880 13 0911-7320

Email

Office : ayubmusacollege@gmail.com

Social