মোঃ আজিজুর রহমান-এর সংক্ষিপ্ত জীবন ইতিহাস
জন্মঃ মোঃ আজিজুর রহমান-এর জন্ম ১৯৪৯ সালের ১৬ই আগষ্ট খুলনা জেলার পাইকগাছা থানাধীন গড়ইখালী গ্রামে। তার পিতার নাম আলহাজ্ব মোঃ শহর আলী গাজী ও মাতার নাম অভিরুন্নেছা।
পারিবারিক বর্ণনাঃ ১০ ভাই ০১ বোনের মধ্যে মোঃ আজিজুর রহমান পঞ্চম। তার পিতা ছিলেন গড়ইখালী ইউনিয়ন পরিষদের স্বনামধন্য চেয়ারম্যান ও খুলনা জেলা পরিষদের সদস্য। তার ভাই বোনদের মধ্যে রহমতউল্ল্যা দাদু ছিলেন সবার বড়। দ্বিতীয় ছিলেন বোন রহিমা খাতুন। বোনের বিবাহ হয়েছে তালা থানাধীন মাছিয়াড়া গ্রামে। ভগ্নিপতি মোঃ ওয়াজেদ আলী সরদার ছিলেন কপিলমুনি স্কুলের সহকারী প্রধান শিক্ষক। অন্য ভাইয়েরা হলেন মোঃ ইউনুছ আলী গাজী, আয়ুব আলী গাজী, গাজী মোঃ মূসা, মোঃ ইছা গাজী, গাজী দোস্ত মোহাম্মদ, মোঃ দাউদ আলী, এ্যাডভোকেট হারুন অর রশীদ ও মোঃ নুরুল ইসলাম। ভাইদের মধ্যে চার ভাই মহান স্বাধীনতা যুদ্ধে অংশ গ্রহণ করেন। দুই ভাই মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ হন।
মোঃ আজিজুর রহমান-এর দুই ছেলে। বড় ছেলের নাম গাজী মোঃ সলিমুল্লাহ। সে একজন মাষ্টার মেরিনার। সে দীর্ঘ দিন বিদেশগামী জাহাজে ক্যাপ্টেন হিসাবে দায়িত্ব পালন করেন। ছোট ছেলের নাম গাজী মোঃ সফিউল্লাহ। সে কম্পিউটার সাইন্সে ইঞ্জিনিয়ারিং করে ঢাকাস্থ ব্রিটিশ হাই কমিশনে কর্মরত আছে। তার স্ত্রী ছালমা বেগম একটি স্কুলের ভাইস প্রিন্সিপ্যাল হিসাবে কর্মরত আছে। তিনি বর্তমানে ঢাকাস্থ মিরপুরে স্থায়ীভাবে বসবাস করে।
শিক্ষাঃ মোঃ আজিজুর রহমান দেয়াড়া ফ্রী-প্রাইমারী স্কুল থেকে পড়াশোনা শেষ করে খুলনা মডেল হাই স্কুলে ৬ষ্ঠ শ্রেণীতে ভর্তি হন। ১৯৬৫ সালে খুলনা মডেল স্কুল থেকে এস.এস.সি পাশ করে খুলনা এম.এম. সিটি কলেজে ভর্তি হন। সেখান থেকে ১৯৬৯ সালে এইচ.এস.সি এবং ১৯৭১ সালে বি.এ পাশ করেন।
কর্মময় জীবনঃ প্রথম জীবনে তিনি কাস্টমস ডিপার্টমেন্টে কিছু দিন চাকুরী করে পরবর্তীতে চাকুরী ছেড়ে দিয়ে ঢাকায় গমন করে ব্যবসা শুরু করেন। দীর্ঘদিন ঢাকায় ব্যবসা করার পর বর্তমানে অবসর জীবনযাপন করছেন।
কলেজে অবদানঃ পিতা মরহুম আলহাজ্ব মোঃ শহর আলী গাজীর উদ্যোগে এবং পুত্র গাজী মোঃ রহমতউল্ল্যা দাদুর অনুপ্রেরণা ও আর্থিক সহযোগীতায় শহীদ আয়ুব ও মূসা মেমোরিয়াল ডিগ্রী কলেজ প্রতিষ্ঠিত হয়। তিনি কলেজের উন্নয়নে তিন লক্ষ টাকা দান করে হিতৈষী সদস্য হিসাবে আছেন।
সখ ও খেলাধুলাঃ তিনি একজন ভাল ফুটবল খেলোয়াড় ছিলেন। এছাড়া তিনি ভাল ক্রিকেটও খেলতে পারতেন।
সামাজিক কর্মকান্ডঃ তিনি বিভিন্ন সামাজিক কর্মকান্ডের সংগে জড়িত ছিলেন। বিশেষ করে ঢাকাস্থ নিজ বসবাসকারী এলাকার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়াও সেখানকার মসজিদ কমিটিরও সাধারণ সম্পাদক ছিলেন।