Shaheed Ayub and Musa Memorial Degree College | Governing Body Profile | Please Wait.....

Shaheed Ayub and Musa Memorial Degree College-মোঃ হারুনার রশিদ

মোঃ হারুনার রশিদ
- Governing Body

মোঃ হারুন-অর-রশিদ এর সংক্ষিপ্ত জীবন ইতিহাস

জন্মঃ মোঃ হারুন-অর-রশিদ এর জন্ম ১৯৬৪ সালের ১লা অক্টোবর খুলনা জেলার পাইকগাছা থানাধীন গড়ইখালী গ্রামে।
পারিবারিক বর্ণনাঃ তার পিতার নাম আলহাজ্ব মোঃ শহর আলী গাজী ও মাতার নাম অভিরুন্নেছা। মোঃ হারুন-অর-রশিদ ২৮ মে ১৯৯২ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তার স্ত্রীর নাম এ্যাড. মাহফুজা বেগম (নীলা)। তিনি ডেপুটী এ্যাটর্নী জেনারেল হিসাবে ২১-০৭-২০১৯ তারিখ থেকে বাংলাদেশ সুপ্রীম কোর্টে নিয়োগপ্রাপ্ত হযে কর্মরত আছেন। তার দুই কন্যা সন্তান। বড় মেয়ের নাম সাদিকা ইবনাত। সে বর্তমানে অষ্ট্রেলিয়ার সিডনীতে অনার্সে অর্থনীতি বিষয়ে পড়াশুনা করছে এবং ছোট মেয়ে সামিরা ইবনাত ২০২২ সালে ভিখারুন্নেছা স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে।
 
ভাই-বোনের মধ্যে মোঃ হারুন-অর-রশিদ ১০ম। তার ভাই বোনেরা হলেন (১) মোঃ রহমতউল্ল্যা (দাদু), (২) মোছাঃ রহিমা বেগম, (৩) মোঃ ইউনুছ আলী গাজী, (৪) মোঃ আয়ুব আলী গাজী, (৫) মোঃ আজিজুর রহমান (৬) গাজী মোঃ মুছা, (৭) মোঃ ইছা গাজী, (৮) মোঃ দাউদ আলী, (৯) দোস্ত মোহাম্মদ গাজী ও (১০) মোঃ নুরুল ইসলাম।
 
শিক্ষাঃ মোঃ হারুন-অর-রশিদ উদয়ন স্কুল, বরিশাল থেকে ১৯৮০ সালে এসএসসি, ১৯৮৩ সালে সাতক্ষীরা সরকারী কলেজ থেকে এইচ.এস.সি, ১৯৮৭ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (সম্মান) এবং ১৯৮৮ সালে রাজশাহী বিশ্ববিদ্যায় থেকে এলএলএম পাশ করেন।
 
কর্মময় জীবনঃ মোঃ হারুন-অর-রশিদ ঢাকা বারে ১৯৯২ সালে আইনপেশায় নিয়োজিত হন। পরবর্তীতে ৯ জুলাই ১৯৯৪ তারিখে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনে এনরোল্ড হন এবং ২৯শে মার্চ ১৯৯৪ তারিখে বাংলাদেশ সুপ্রিম কোর্টের এ্যাপিলেট্ ডিভিশনে এনরোল্ড হয়ে কর্মরত আছেন।
 
বিদেশ ভ্রমনঃ মোঃ হারুন-অর-রশিদ ২০০৮ সালে থেকে এ পর্যন্ত পাঁচবার ভারত, দুবার নেপাল, সাতবার থাইল্যান্ড, একবার মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ভূটান ভ্রমন করেছেন। তিনি ইউরোপের জার্মানী, নেদারল্যান্ডস, বেলজিয়াম, চেক প্রজাতন্ত্র, অষ্ট্রিয়া, সুইজারল্যান্ড এবং ফ্যান্স ভ্রমন করেছেন। সর্বশেষ তিনি ২০২১ সালে আমেরিকা ভ্রমন করেন।
 
কলেজে অবদানঃ পিতা আলহাজ্ব মোঃ শহর আলী গাজীর উদ্যোগ ও আর্থিক সহায়তায় শহীদ আয়ূব ও মুসা মেমোরিয়ল কলেজ প্রতিষ্ঠা করা হয়। কলেজ প্রতিষ্ঠা ও সার্বিক উন্নয়নের জন্য মোঃ হারুন-অর-রশিদ কলেজের সভাপতি থাকাকালে সর্বত্মক সহযোগিতা ও ব্যবস্থা করেন। তিনি সভাপতি থাকাকালে শিক্ষকদের কোয়াটার নির্মান, অধ্যক্ষ কোয়ার্টার পুনঃনির্মান, পুকুর খনন, খেলার মাঠের ব্যবস্থা, কলেজ গ্রন্থগারের উন্নয়ন, লাবরেটরীর উন্নয়ন, যানবাহন গ্যারেজ নির্মান, ইন্টারনেট সংযোগ প্রদান, দ্বিতল পুরানো ভবনের সংস্কার ও উন্নয়ন সহ নানাবিধ কাজ করেছেন।
 
সখ ও খেলাধুলাঃ মোঃ হারুন-অর-রশিদের প্রধান ও অন্যতম সখ হলো দেশ ও বিদেশ ভ্রমন। তিনি বিভিন্ন সময়ে ইউরোপ, আমেরিকা ও এশিয়ার প্রায় ১৮টি দেশ ভ্রমন করেছেন। এ ছাড়া তিনি সময় পেলে দেশের বিভিন্ন অঞ্চলে ভ্রমন করে থাকেন। এ ছাড়া তিনি বড়শি দিয়ে মাছ শিকার করা খুব পছন্দ করেন। সময় পেলেই তিনি বড়শি দিয়ে মাছ শিকার করতে বসে যান। এ ছাড়া তিনি ফুটবল ও ক্রিকেট খেলতে পছন্দ করেন।
 
সামাজিক কর্মকান্ডঃ তিনি ২০১৭ সালে হজব্রত পালন করেন। তিনি শহীদ আয়ুব ও মূসা মেমোরিয়াল কলেজের সভাপতি, খুলনা ক্লাবের একজন সম্মানিত সদস্য, তিনি ২০০৩-২০০৪ সালে বাংলাদেশ সুপ্রিাম কোর্ট বার এ্যাসেসিয়েশনের নির্বাহী কমিটির একজন সদস্য ছিলেন।

Address

PO-Garaikhali, PS & Upozila- Paikgachha, Dist-Khulna

Phone

Office : +880 13 0911-7320

Email

Office : ayubmusacollege@gmail.com

Social