অধ্যক্ষ শাহ মুহাম্মদ রুহুল কুদ্দুস - Governing Body
জন্ম ও প্রাথমিক জীবনঃ শাহ মোহাম্মদ রুহুল কুদ্দুস খুলনা জেলার কয়রা উপজেলার আমাদি গ্রামে জন্ম গ্রহণ করেন। তার পিতার নাম মরহুম মকবুল হোসেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন।
রাজনৈতিক ও কর্মজীবনঃ শাহ মোহাম্মদ রুহুল কুদ্দুস বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য। তিনি ১৯৬০ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নকালে সমগ্র পাকিস্তান ইসলামী ছাত্র সংঘের (বর্তমান ইসলামী ছাত্র শিবির) সাধারণ সম্পাদক ছিলেন। তিনি ১৯৬৮ সালে বাগেরহাট-রামপাল মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ পদে যোগ দিয়ে ১৯৭৯ পর্যন্ত শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন।
রাজনৈতিক জীবনঃ শাহ মোঃ রুহুল কুদ্দুস ১৯৯১ (১৯৯১- ফেব্রুয়ারী ১৯৯৬) সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসন থেকে ৫৮৩৬৯ ভোট পেয়ে বাংলাদেশ জামায়তে িইসলামীর মনোনয়নে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। এর পর ২০০১ (২০০১-২০০৬) সালের অষ্টম জাতীয় সংসদ নির্বচনে একই আসল থেকে জামায়াতে ইসলামীর মনোনয়নে ১,২৭,৮৭৪ ভোট পেয়ে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন।