জন্ম ও শিক্ষাজীবনঃ এ্যাড. শেখ মোঃ নূরুল হক এর জন্ম ১৫ নভেম্বর ১৯৪০ সালে পাইকগাছা উপজেলার পুরাইকাটি গ্রামে। তিনি আইন বিষয়ে স্নাতক ডিগ্রী অর্জন করে আেইন পেশায় নিয়োজিত ছিলেন।
রাজনৈতিক ও কর্ম জীবনঃ পেশায় আইনজীবী ও ব্যবসায়ী নূরুল হক রাজনীতির সাথে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য ও খুলনা জেলার সহ-সভাপতি ছিলেন। নূরুল হক ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনে নির্বাচন করেন। কিন্তু জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ শাহ মোহাম্মদ রুহুল কুদ্দুসের নিকট পরাজিত হন। ১৯৯৬ সালে অনুষ্ঠিত ৭ম জাতীয় সংসদ নির্বাচনে তিনি পুনরায় অংশ গ্রহণ করেন এবং ৬৬০৩৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তিনি ২০১৪ সালে দ্বিতীয় বারের মতো খুলনা-৬ আসন হতে সংসদ সদস্য নির্বাচিত হন।
মৃত্যুঃ ২০২০ সালের ৯ জুলাই নুরুল হকের করোনা ধরা পড়ে। ১২ই জুলাই তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হয়। ২০ জুলাই করোনা নেগেটিভ ফলাফল আসলেও ২৯ জুলাই ২০২০ তারিখে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।